বাবা ছিল অচেনা স্নেহ!
ভোরবেলার ঘুমন্ত সুভ্রতা,
তারার পানে দেখতাম বাবাকে
যখন রাত আসত নীড়ে।
মা বলতো,বাবুই তোমার বাবা অনেক ব্যাস্ত!
সময় পেলেই তোমার কাছে আসবে।
রহস্যময়ী বাবা তোমাকে বলছি,
"অনেক পুতুল এনো"!
তোমার বাবুই তারার দেশের পুতুল দেখেনি কখনো!
ছোট বাবুই সেদিনের অপেক্ষায়-
যেদিন সে পুতেলের বিয়ে দিবে,
তার রহস্যময় বাবার সাথে।
বাবার স্নেহহীন বাবুই,
আপন করিবার আসায় বসে।
বাবা দেখতে কেমন হয়?
জানলে হয়ত সে বাবার একটা ছবি আঁকতো!
কিন্তু বসন্ত পেরিয়ে বৈশাখ এলো,
তার বাবা এলো না!
সে এখন বুঝতে শিখেছে,
বাবুই জানে,তার বাবা আর কখনোই ফিরবেনা!
পুতুলের বিয়ে পুতুলের সাথে দিবে।