বাবা,অনেকদিন তোমার সাথে!
কথা বলা হয়না মোবাইল ফোনে।
সারাদিন কত কাজ!
বাড়ি ফিরতেই অনেক রাত।
তখন বললাম,"বিলেত যাবনা"!
অাপন মানুষের বড় অভাব সেখানে!
বাবা তুমিতো জানো!
অামি একা থাকতে পারিনা!
তবু ভালোর জন্য জোর করলে,
অামি তোমার বাধ্য ছেলে।
বাবা তোমাকে খুব মনে পড়ে!
অার মা কেও.............
অালেয়ার মাঝে খুঁজি তোমাদের।
কেবল মনে হয়!
উড়োজাহাজে করে ফিরি তোমাদের ঠিকানায়।
কিন্তু বাবা পারিনা!!!!
শৈশব খুব মনে পড়ে!
অাফসোস!টাকা অামাকে কিনেছে!
বিরহের কবি বলেছে,
"হৃদয়ের ঘরে রাখ পাথর,
যেন পরিবারের শোকে তুমি না হয় কাতর"
অাজ সে পাথর ও প্রজাপতির মত হাঁফাছে
তাই ফিরতে চাই!!!!
সব বাধা চুকিয়ে!!