বাবুই অাজ বড় হয়েছে!
পুতুলের মত ছিলো সে,
অাজ পুতুলেই তার লজ্জা লুকিয়ে অাছে।
বাবুই বলতো,মা যেদিন অামার বিয়ে হবে,
সেদিন অামি অনেক সাঁজবো!
তোমায় জড়িয়ে ধরে কাঁদবোনা!
তোমায় নিয়ে শ্বশুরবাড়ি যাবো।
পাগল মেয়ে!
সেদিন বিয়ের মানে বুঝতোনা সে!
অাজ বাবুই অনেক পরিণত!
সে শাড়ি পরতে শিখেছে।
সারাবাড়ি জমকালো অায়োজন,
বাবুই বিয়ের বিনারসীতে ব্যস্ত।
অাজ বাবুই অনেক অবাক!
লাল,নীল ঝাড়বাতির মাঝে
বাবুই এর শৈশব জেগে উঠে।
বিয়ের ঠিক অাগ-মূহুর্তে,
বাবুই এর ইচ্ছা অনুসারে,
বর অাসলো ঘোড়ায় চেপে!
বাবুই এর জন্য রজনীগন্ধার পালকী।
বাবুই লাল বিনারসী পরেছিলো,
কপালে কালো টিপ।
বাবুই কে দেখে মনে হচ্ছে,
স্নেহের বাগানে কমল এসেছে।
বাবুই অামাকে বললো,
মা দেখোতো কেমন লাগছে অামাকে?
নিজেকে লুকিয়ে,একটু হেসে বললাম
বাহ!ভারী মিষ্টি।
বাবুই এর বিয়ে হল!
সপ্তাহে একবার অাসে,
দিনে যে কতবার ফোন দেয়,
মেয়ে অামার পাগলীই রয়ে গেছে।