মেঘের দেশে কান্না এলো,
গগন হল ঘন কালো;
উল্লাসে মাতয়ারা ধরা,
কাঁপছে বৃক্ষ  থরথর।
গ্রামের মানুষ উন্মাদ ভারী,
নব জোয়ারে ভাসালো তরী।
হাওয়ার দোলে দুলছে জোরে,
বিহঙ্গ রাশি রাশি।
সারা পথ ভরে
পানি এলো ঘরে,
ভয়ে তারা আত্মহারা।
দিগন্তে ডাক ছেড়ে পালায়েছে যারা,
তাদের কপালে ঘোর নিশি;
মহাপ্লাবন নিকটে এই নিরঅালো কালে।
অতি মাত্রা ভীষণ কালোদিন।