যেখানে জীবনকে সমুদ্রের সাথে তুলনা করা হয়,সেখানে ভালোবাসা খোঁজা দায়।
জলহীন বালুচর মতো শুকনো দু-চোখে,চেয়ে দেখি অদূরে অামার অার্তনাদ গুলো ভেঙে পড়ে।
হয়তো বুকের নিরব প্রান্তে অশান্ত হৃদয় হাঁপিয়ে উঠে,মুক্তির নেশায় হয়তোবা অাবার প্রজাপতি হতে চায় সবুজ ঘাসের দেশে।
সময়ের দাসত্ব ছেড়ে যদি হারিয়ে যেতাম সাদা মেঘের গুমড়ে উঠা ডাকে,যেন বেদনার পাহাড় উঠতো জেগে।
মনের প্রশান্তি চাঁপা পড়েছে হাল ছেঁড়া পালে,তবুও মনে পড়ে তারার মত জ্বলজ্বলে তোমাকে।
তুমি মিশেছো মহাশূন্য ছিঁড়ে-ফুড়ে শিহরণের সে কালে,যেখানে রাতের অন্ধকার অাসে-নিভে যাওয়া গোলাকার পৃথিবী কাঁদে।
অামি সেই পৃথিবীর মাঝে দাঁড়িয়ে, জানিনা কি কলঙ্ক এঁকেছিলাম তোমার গহীনে।
হারানো কাতরতা গুলো ফেলে, বাহিরের মুগ্ধ জলে তোমার স্নান দেখা হলো -স্বপ্নরূপে মাখা ঘুমহীন চোখের পাতা খুলে।
তুমি চিলের মতো উড়ে এসেছিলে হৃদয়ে,যা পেলে তাই নিলে-সুখের স্বর্গ ছেড়ে।
তবু বলি অাজো নিরবে,ভালো থেকো তুমি-অামারে ছাড়িয়া দূরে,যেখানে তোমার কুয়াশাতে অামি থাকবোনা বসে-দূর হতে জানবে অাজো ভালোবাসি তোমাকে।
সে সকালের সূর্য দেখে দিনের বিচার করে,তার জীবনের ইতিহাস ঢেকে যায়-অসমায়ের কালো ঝড়ে-হয়তো নিয়তির নীড়ে।