তোমার বিরহের পথে,
হারিয়েছি বড় স্বাদ হয়েছে বলে;
হয়েছি বিবাগী অনলের দহে,
বেদনা বাধিয়া নিজ হৃদে।
সুশীলের পথে গিয়েছো কবে,
বলেনি এ হাওয়া অামারে;
অামি একা পড়ে ভবে,
হৃদয় যমুনার খেয়া-ঘাট জুড়ে।
অামার অাকাশের নীল হারায়ে,
অসংখ্য মেঘ জড়ো এককালে।
কখনো সীমান্তের শান্ত বিহঙ্গ,
কথা কয়েছে রাত-ভোর র্নিঘুম চোখে;
কখনো গাছের পাতার শিউরে উঠা কাঁপনে,
অামি ও কেঁপেছি হতাশার বুকে।
সে বিরহ অন্তিম কবে?
হয়ত অাবার তোমার দহনে পুড়িলে।