কে বলে কালোই ক্ষত?
সুন্দর চেহারায় মমতা শত?
সবার হৃদয়ে ভালোবাসা!
সে ই সুন্দর যাহার তাহা অাছে যত;
কে বলে কেবল তুমিই সুখী?
অসুখী কাকে বলে!
জানো কি তুমি?
ভেবে অাছো বসে,
সুখ পাবে টাকার মাঝে;
একবার ভেবেছো সুখ কবে কিনেছো?
সুখের উদয় হয় খুঁজিতে খুঁজিতে;
মানুষ মানুষকে মারে,,,
ভাবে এতে বুঝি শান্তি অাসে;
শান্তি এত নিকটে?
বোকা তুমি তবে!!
জীবন হল জীবনের খোঁজে!
ভেবেনা কেবল জীবন তোমারই অাছে,
সময় স্রোতে তুমি ও ভাসমান;
তোমার ধ্বংস অতি নিকটে!
ধ্বংসের খেলায় তুমি জয়ী নয়;
তবু জয়ী হতে এতো কিছু!
বড্ড বোকা বনে থাকো;
তোমার জ্ঞানহীন পাষাণ হৃদয়,,
ভালোবাসার কথা বলা দায়;