বসন্ত এসেছে বলে পলাশ ফুটেছে দলে দলে
কোকিল গাহিছে গান মনের মধুর সুরে।
এদিকে এই নির্জন বনে, এই কামিনীর সৌরভ ছড়ানো সোনালী প্রান্তরে,
তুমি কার প্রতিক্ষায় রয়েছো দাঁড়িয়ে?
প্রিয়তমা সে কি আমি না?
নাকি অন্য কেহ তোমার হৃদয়ে এসেছে আজি?
আমার প্রশ্নের উত্তর না দিয়ে,সে চেয়ে আছে দূর আকাশের পানে,
            দক্ষিণা হাওয়া এসে লাগছে প্রাণে।
আমি চেয়ে দেখছি তার শ্যামল বরণ রূপ।
পরনো হলুদ শাড়ি,হাতে কাঁচের চুরি;
কাপালে কালো টিপ, খোপায় নীল সূর্যমূখী।
যেন বিশ্বসুন্দরী এক নারী!
যার আলোয় আলোকিত এই ধরনী।
হয়তো আজ আকাশের অপ্সরী,
নক্ষত্রের মতো খসে পড়েছে আমার হৃদয়ে।
এই ফাল্গুনে আমি তাকে দিতে চাই অসংখ্য  লাল প্রজাপতি,
কিংবা জোৎস্না রাতের এক ঝাঁক জোনাকি।