এই প্রশ্ন সিক্ত ভবে,
অামি দরিদ্র হব না তবে;
না দরিদ্র দেখবো ঘুরেঘুরে,
দরিদ্রকে ভালোবাসবো দু-চোখ ভরে।
যে পথের ধুলিতে,
ঘুমিয়ে রয়েছে দরিদ্র অজস্র;
অামি সে পথের মাঝে ঘর বাঁধিবো কবে?
অামি অনাহারীর কোল ঘেঁসে,
দরিদ্র সাগরে সাঁতরায়ে বাঁচিবার,
চির প্রতিঙ্গা নিয়েছি তবে।
অামি লেগে থাকা কলঙ্ক ঘুচাবো,
হে ইতিহাস, তোমার সাক্ষীর ঘরে
দরিদ্রের মাথা উচু হবে সবে।
ক্ষমতার তৃষায় হারাবো না,
তোমার জন্য গড়বো তবে,
হৃদয় যমুনায় খুড়েখুড়ে।
অামি ও তো দরিদ্র ভবে।