মাগো তোমার দুষ্ট ছেলে,
                        মিষ্টি হাসির মুখটি তুলে,
         বলবে      যখন       " মা"!


তখন তুমি অবাক চোখে বলবে ডেকে,
             বাপধন আমার মা বলে ডাকরে আবার!
যখন হৃদয় ঘরে আঁধার ভরে, তখন যেন তোর মুখের কোণে প্রদীপ ঝরে।


  বাবার উপর রাগ দেখিয়ে,
                        যাবে যখন অচিন পুরে,
  বলবো তখন,আমায় ছেড়ে কোথায় যাবে?
  পারবে কি মা,, আমায় ফেলে একলা যেতে?


  তখন তুমি মিছেই বলবে ডেকে,থাকবো না আর এ ঘরেতে!    
             তোমার আঁচল ধরে বলবো আমি,
             ভুল করেছি,যেওনা ছেড়ে!


  তখন সব অভিনয় ছেড়ে, বলবে ওরে,
       " তোর এ মুখ ছেড়ে কোথায় যাবো রে"?


      এ ঘর হতে ও ঘর জুড়ে,
তোমার দুষ্ট দুলাল  ছুটবে যখন টগবগিয়ে!


তুমি তখন রান্না ছেড়ে বলবে জোরে,
                          "পড়বি ওরে, আস্তে ধীরে"!


      মাগো তোমার অশান্ত ছেলে,  লুকাবে যখন চুপটি করে,
              পাবেনা খুঁজে কোথাও তারে!


আকাশ সমো চিন্তা নিয়ে,
                        বিষন্ন মনে একলা ঘরে,
   যখন প্রদীপ জ্বেলে ডাকবে মোরে!!


          এমন সময় অবাক চোখে,
ঝোঁপের আড়াল হতে বলবে ডেকে,লুকোচুরি খেলছি আমি,
         মাগো, এতো কাঁদছো কেন তুমি?


              তখন দু হাত তুলে ,
        বলবে হে খোদা,এমন দুষ্ট ছেলে আমায় কেন দিলে?
    


     তখন ঝোঁপের আড়াল হতে বেরিয়ে, তোমার কোলে পড়বো ঢলে।


     তখন বলবে তুমি,এমন করে আর লুকাস যদি
    তবে জগত ছেড়ে যাবো অনেক দূরে!


            তখন তোমার স্নেহের নাওয়ে চড়ে,
বলবো মাগো দেখে নিও, এবার হতে লুকাবো তোমার চোখে,
             ঘুমাবো তোমার হৃদয় নীড়ে।