দুটি চোখ দুটি চোখের দিকে তাকিয়ে,
যখন পৃথিবী কিছুটা অন্ধকারে;
যখন শশীকে ঘিরিয়া এক কালো মেঘ,
তখনই দেখি তাহাদের সাথে!
যেন গল্পের তরে এক নিশি দাঁড়িয়ে;
একটা নজির অাঁকিবার ইচ্ছা পোষণে,
তারা চলিয়াছে তাদের সম্মুখে ;
নিকটে অাসিবার কালে কিছু কথা,
পাশে দাঁড়িয়ে সময় ধরিবার বেলা শেষে,
অাবার দুটো নির্বাক চোখে রয়;
সমস্ত দিনের ভালোবাসা এক কালে,
ক্লান্তি যেন ছুটিতে অতি-দূর দিবালকে;
তখন তাহার মাঝে লুকিয়ে রয়,
নিল পদ্মের মত কিছু স্বপ্ন;
তারপর অাবার অাসে একটা ফাঁকি,
যেন করুণ সময়ের দিনগুলি!
ফিকে হয়ে যায় তাহাদের দু-চোখ;