যত বড় হচ্ছি ততযেন হারিয়ে ফেলছি,
সেই সময়গুলো!
অাজ বড্ড বেশী মিস করি অানন্দ!
সেই দিনগুলো কোথায় গেলো?
কোথায় সেই উদ্দীপনা?
ভাবনাহীন ছেলেবেলায় ফিরে যেতে চাই অাজো!
অাজো ভাসতে ইচ্ছে হয় গ্রামের বাতাসে,
ভোর হয়েছে ভেবে, অামের তলাতে
সে কি ভয়ানক দৃশ্য!
দেখি অনেকগুলো অামারই মতো!
ও বাবা, ভোর হয়নি এখনো!
তবু ভুতেদের অাড্ডাতে ছিলামনা কখনো!
ভালোই লাগতো সেগুলো,
জীবনটা ছিলো স্বপ্নের মত!
যেখানে অামার মতো অারো অনেক শিশু অাজো জীবন্ত!
এখনকার ঈদগুলো জেনো যেমন-তেমন,
নতুন পোশাকের গন্ধটাও অন্যরকম।
সেই ছেলেগুলো অাজ অার ডাকেনা!
এখন চাঁদ উঠেছে বলে, ঘর ছেড়ে বেরিয়ে অাসেনা অার কোনো খোকা!
অাকাশে ভাটা পড়েছে অসংখ্য চোখের কোমলতা,
কেন এমন হলো?
বলিবে কে অামারে!
চারিদিকে নিরবতা, যান্ত্রিক যুগের কতইনা বাহানা!