যখন তোমাকে ভালোবাসতে ইচ্ছে হল,
তখন তুমি অামার থেকে অনেক দূরে।
উতাপ্ত সাগর দেখেছো কখনো?
যেখানে বয়ে চলে যায় জীবনের জলধারা।
যে জলে ধুয়েছো চির ক্লান্তি-
হয়তো সেখানে দেখনি চেয়ে নিরবে কে বহিছে!
অাজকাল সময়গুলো শুধু তোমারই!
চোখের একপাশে শুকনো মরু-অন্য পাশে ভীরু একটা নদী।
তাইতো ভুলে গেছো চিরদিনের মত করে চিরতরে,
অাজ যে কোন ভাষাতেই ডাকতে পারিনা তোমাকে!
হয়তো ভালোবাসার গভীরতা হারায় না!
সেখানে কাছে অাসার ইচ্ছে গুলো অবলীলায় জেগে রয়!
চাইলে ও মুছে দিতে পারিনা সেখানকার নীল অাকাশ-
তাই অাজো সেখানে সূর্য উঠে।
হয়তোবা তোমার অন্ধকারে অামার জীবনের বসন্ত লুকিয়ে অাছে।
তাই অামি অাবার অাতিতে ফিরতে চাই!
কারন অামি ঠকতে চাই!
মন বলে ভালোবাসা রাতের তারার মত!
অন্ধকারে নিজেকে চিনাতে চায়,
অামি  সেই  তারা  হতে  চাই-
যার মাঝে তোমার বেদনা রবে ভেসে!
জানি,এ প্রশান্ত প্রেমের অশান্ত তাপদাহ
লুকাতে পারবোনা কখনো কোথাও!
তাই অামি অাবার হারিয়ে যেতে চাই-
হয়তো সেই সন্ধ্যার জন্য,যেখানে দিনের শেষে রাত মিলে যায়।