যেদিন তোমাকে পাবো, সেদিন পুরো পৃথিবী হবে আমার,
               আর আমি হবো তোমার।
যেদিন তোমাকে পাবো,সেদিন এ শহর সাজাবো নীল পদ্ম দিয়ে,
          ঘোষণা করবো এক বসন্ত কাল পর্যন্ত রাষ্টীয় ছুটি।


যেদিন তোমাকে পাবো,সেদিন  শঙ্খচিল হবো,
তোমায় নিয়ে উড়ে যাবো মেঘের রাজ্যে,
                       তুমি হবে মেঘকন্যা!
          তোমার আলোয় আসমানী জোনাকি মেলবে পাখা।
        হৃদয়ের লাল বসন্ত গুলো পার  করবো সেখানে,
                  রচনা করবো অসংখ্য প্রেমের কাব্য।

যেদিন তোমাকে পাবো,
           সেদিন প্রশান্ত সাগরের অশান্ত ঢেউ হবো,
  তোমায় নিয়ে অনায়াশে ভেসে যাবো পৃথিবীর শেষ প্রান্তে।
যেদিন তোমাকে পাবো,
সেদিন শুধুমাত্র তোমার জন্য, ছোট খাটো একটা দ্বীপ কিনবো,
           যেখানে থাকবে উঁচু উঁচু পাহাড়,আর নিচে বহমান নদী,
ইচ্ছে হলেই নদীর জলে করবো স্নান,উঠবে পাহাড়ের চূড়ায়।
             গোধূলি বেলায় অসংখ্য প্রজাপতির মেলায় ভাসবে তুমি!
তোমায় নিয়ে ইচ্ছে হলেই হারাবো তীব্র নির্জনতায়।


                       যেদিন তোমাকে পাবো,
সেদিন বিশাল বড়ো উৎসবের আয়োজন করবো এই পৃথিবীর সব উন্মুক্ত প্রান্তরে।
প্রত্যেক টা অনুষ্ঠান হবে তোমাকে কেন্দ্র করে!
এক কোটি নীল নক্ষত্রের আলো দিয়ে সেদিন অভ্যর্থনা জানাবো তোমাকে।
যেদিন তোমাকে পাবো,
সেদিন এক আকাশ ভালোবাসা দিয়ে তোমার উষ্ণ হৃদয়কে ছুঁয়ে দেব,
    তোমার প্রতিটা রজনী রাঙিয়ে দেব অনন্ত প্রেমে।
যেদিন তোমাকে পাবো, সেদিন এ হৃদয়কে করে দেব উন্মুক্ত,
           লক্ষ লাল কৃষ্ণচূড়া দিয়ে সাজাবো হৃদয়ে বসন্ত।