জীবন অামাকে অনেক কিছু দিয়েছে!
অামি তার রঙ্গমঞ্চে হারিয়েছি।
অবাক হয়েছে নয়ন,
পৃথিবীর রুপে রুপায়ন করেছি।
কিছুকাল কি ভেবে!
কি পেয়েছি না চাইতে,
জানিনি কখনো কে সে!
দিবাকরের দিক হতে,
এলো নবযৌবনপ্রাপ্ত মাঝি,
অামি উঠলাম!সঙ্গিনি পেলাম!
অাবাক অাকাশে অালো!
তারপর দুরন্তপনা পালালো,
মাথায় কাব্যের ভুত!
লিখাহল অসংখ্য পদ্য।
তুমি পড়লে!মুচকি হাসলে!
কিছুকাল হানিমন হল।
তারপর নীলার নীলে কাল মেঘ।
হঠাৎ ঘরের খুঁটি এল।
না চাইতে অানন্দ!
কাজের প্রেশনা বাড়লো।
বসন্তোৎসব রাঙালো দুয়ার!
প্রেমের মানে পড়লাম।
যুগ পেরুতেই বয়স বৃদ্ধ!
অভাগার স্বর্গগমন!!!!!