বলেছিলে-আসবো,আবার দেখা হবে,কিন্তু কবে?
-বুঝলেনা যে,হারাইয়েছে কে? তুমিইতো সে;
তারিখের কলমে লাল কালি রোজ পড়ে-
বাঁধতে পারিনা নিজেকে,মনে পড়ে শত ঝড়ে-
এ ঘাটে আবার হয়তো ভিড়বে সে;
দেখবে সীমাহীন এ হৃদয় খুঁড়ে-
কোথাও আজ কিছু নেই পড়ে,
সব শুকিয়ে শক্ত মরুভূমি দিগন্ত জুড়ে-
সূর্য যেন অশান্ত দহনে গলে গলে পড়ে;
দুর্গম পথের শেষে শ্বশান রয়েছে দাঁড়ায়ে-
জানিনা আবার কবে দেখা হবে,
"ভালোবাসা"নতুন শব্দে লেখা হবে;
যেখানে শুধু দুটি মন রবে,হয়তো নিরবে-
হয়তোবা কোলাহলে,সময় সময়ের বেগে ছুটিবে-
শত শিহরণ লুকাবে এ বাটে;
হয়তো আবার শুনিবে দেখা হলে,
আর একটিবার হারিয়ে যাই চলো-
যেখানে পড়ে আছে স্বর্গ,স্বপ্ন শুধু মুক্তির টানে,
তুমি আর আমি শুধু দুজনে।.....................