লিহিনার কৃষ্ণচূড়ার মতো লাল গালে
                 যখন তুষারের মতো ঝরে পড়ে হাসি,
            তখন আমি আনন্দের জোয়ারের ভাসি!
মনে হয় এই পৃথিবীটাকে
কয়েকশো বছরের জন্য  নিস্তব্ধ করে ফেলি,
শুধু  লিহিনাকে  ভালোবেসে কেটে যাক এক শতাব্দী।
         কতো প্রশান্ত লিহিনার দুটি আঁখি,
                 যেন বহমান সমুদ্রের মতো,
            কখনো সে জল যেন ফেলোনা না কেহ।
শ্রাবণের কালো মেঘের মতো যার চুলে,
               জেগেছে অনন্ত প্রেমের  ঘ্রাণ।
তাই লিখেছি লিহিনার  নাম,
             আমার ডালিম ফুলের মতো লাল হৃদয়ে।
          নীল পদ্মের মতো লিহিনার  মুখ,
          ভাসে আমার নক্ষত্র ভরা আকাশে।
তাই চাই তোমাকে বলতে,
           লিহিনা,তুমি কি সত্যিই আমার হবে?
           এক কোটি বসন্ত কাটাতে চাই তোমার সাথে।