মা বলে, খোকা তুমি অনেক বোকা,
লেখাপড়া করোই না।
অামি বলি দেখবে তুমি,
বড় হলে গাড়ি হবে
তুমি বসবে অামার পাশে।
শহর ছেড়ে একটু দূরে,
মাগো তোমার কোলটা জুড়ে,
ঘুমাবো অামি অনেক সুখে।
তুমি তখন বলবে ডেকে,
অাঁধার হল উঠরে জেগে;
অামি হব মিথ্যাবাদী!
ঘুমের ভানে অনেক রাত্রি,
থাকবো যেন ইচ্ছা -স্বাধীন।
তুমি বলবে,পাগল ছেলে
তোর খুশিতে দৃষ্টি হাসে,
দোয়েল উড়ে জোনাকি ঘরে,
লক্ষতারা চাঁদকে ডাকে।
অামি তখন উঠে বসে
মাকে যেন জড়িয়ে ধরে,
বলছি তোমায় ভালোবাসি।
দশ দিকের মাঝে অামি
অাকাশ তখন অনেক ভারী,
বৃষ্টি পড়লে ভিজতে হবে!
মাকে যেন বলছি রেগে।
তুমি তখন দু হাত তুলে,
বলছো খোকা অভিমানী!
তবু তোকে নিয়ে স্বপ্নদেখি।
অনেক বড় হবি খোকা,
এই দোয়াই করি।