তোমার খুশি-অামার ইচ্ছা,
স্বদেশ-মাতৃভূমি ভালোবাসা।
মায়ের ভাষা-বাবার দাবি
তাই বাংলাতে কথা বলি।
প্রবাসী বন্ধু জানো কি তুমি?
বৈশাখ এলে,
তোমার দেখা অামের তটে,
মোর দেহ পড়ে রোজ দুপুরে।
শ্রাবণ কালে,
গৃহ তটে প্লাবন ডাকে!
মাঠ চলে যায় জলের তলে,
অাকাশ সাজে ঘন মেঘে।
বসন্ত চিনবে গ্রাম-গাঁয়ে
লাঙল নিয়ে ক্ষেত খামারে।
পাখ-পাখালী বৃক্ষ শাখায়,
কলার তলায় -বাঁশ বাগানে
হেথায়-সেথায় শিউলি পাবে।
এ দেশ নিয়ে তাইতো লিখবো,
গর্ব করে স্বর্গ বলবো।
*----------------------*




একজন বাংলাদেশী দেশের বর্ণনা দিচ্ছে একজন প্রবাসী বন্ধু কে।