মায়ের জন্য যখন লিখি!
তখনকার অনুভূতিই বাঁধন ছাড়া,
মুক্ত তারা অাকাশ পানে উড়ছে যারা;
যেন হৃদ-কম্পনের মাঝে এক ঝাঁক উত্তেজনা,
অাহা তারপরই মধুর মায়া;
মা যেন কান্তার মরু পেরিয়ে,
কলঙ্কিত অধ্যায়ের শেষে এসেছে অাহা;
মাকে নিয়ে ভাবি যাহা,
তাহাতেই মেলে অমৃত তৃষ্ণার নেশা;
অামি মায়ের দুষ্ট ছেলে!
জানো কি তোমরা?
সারাদিন এর কথা যদি বলি,
মাকে কতই না অাবদার করি;
তবু মা অামাকেই ডাকে!
অামি থাকি মায়ের নিকটে,
মায়ের স্নেহময়ী অাঁচলে অামার বিরহ ঢাকি;
মা অামার শান্তির নিরাময়!
মৃত্তিকার ললাটে মিশোনা কভু,
মা তোমাকে নিয়েই অামি,
তোমার থেকে দূরত্ব নিতে পারবোনা;