মণি তোমাকে কতবার বলেছি,তোমার চোখ দুটো নীল!
কখনো চেয়ে দেখেছো কি?
যেখানে অামি চেয়ে দেখেছি গভীর সমুদ্র বয়ে চলেছে অবলীলায়!
তোমার নীল সীমান্তে অস্পষ্ট এক বসন্ত এসে ভীড় জমিয়েছে,বৃহৎ পরিসর জুড়ে অসংখ্য প্রজাপতি উড়েছে লাল,নীল,হলুদ চোখে,
মণি তোমাকে খুঁজে পেয়েছি অামার অশান্ত শিহরণের প্রশান্ত সাগরে,
চিরদিনের মত করে চিরতরে;
শুধু"ভালবাসি"বলা হয়নি তোমার হৃদয়ের মাঝে ঢুকে,
তুমি তো দেখেছো নির্বাক চোখ দুটো কত গভীর ভাবে চেয়ে থাকে তোমার দিকে!
জানি তুমি ও জানো ভালোবাসা খুঁড়া হয়নি অাজো!
তবু তোমাকে খুঁড়েছি শুধু বলিনি কখনো!
মণি তোমার মণিখচিত চোখ যেদিন অারো কাছে ডাকবে অামাকে,
সেদিন তুমি রবে অারো নিকটে অবলীলায় তোমার নীলে হারাবো;