সেদিন তে-মাথার মোড়ে ভাষণ শুনিলাম,
মাইক হাতে কে যেন বলিছে উচ্চস্বরে,
"ও ভাই দোহাই ভোটটা আমার চাই"।
দিনে-দুপুরে কে বলে এ কথা,
গিয়ে দেখি রাতারাতি নেতাই হয়ে গেছে নেতা।
ও মা সে কি কথা!  
এলাকার বুড়ো গুড়ো সবে দলে দলে বলে,
"ভালো মানুষের হাতে,হে খোদা তুমি দিও গো ক্ষমতা"!
কত খাটা-খাটি নিতাই নেতা হতে করে,
এদিকে এলাকার ভুক্তভোগীরা বলে,
"ভোটাভোটির কালে কতো কথাই না কতজনে বলে,
ক্ষমতা হাতে পেলে পরে উন্নতি করে কোন জনে?
শোষিত সমাজ শাসকেরা চুষিছে দিনরাত"।
আজো বর্ষা এলে ডোবায় ডোবে দেশের রাজধানী,
র্দূঘটনার কবলে পড়ে বিনা দোষে প্রাণহানি!
হাহাকারে রাত নামে,ভোর আসে যানজটে।
ও ভাই শুধাই তোমারে,কোথায় গড়েছো কবে?