হে নীল পরী তুমি অামাকে একটা নীল মন দিতে পারো?
নীল মন! সেটা অাবার কি?
বোকা তুমি! নীল অাকাশ দেখোনি?
নীল মন নীল অাকাশের মত মেঘমুক্ত;
তাতে বৃষ্টি অাসেনা!
সে হল ঋতুরাজ বসন্তের মত;
কবে ধরতে চাও তাকে?
যেদিন ধরা দিবে সে;
তবে তুমি একটু খুঁজে দিবে?
তা না হয় দিলাম!
তবে দেখতে সে কেমন হবে?
তার চোখ যদি হয় লম্বাটে সবুজ ঢেঁরস!
তবুও চলবে! শুধু মনের প্রান্তরে নীল একটা অাকাশ রবে;
অামি সে অাকাশে মুক্ত পাখি!
ভেবে দেখো পরী!
এমন ভালোবাসা দেখার অানন্দ কি?
যদি কেউ থাকে এই পৃথিবীর বুকে,
যার সুন্দর হাসে মনের গভীরে!
তাহা দেখেনা কেউ!
যেন অামি দেখিগো;
হে নীল পরী বল পাবো কি?
তাহার নীল কমল একটা মন;
অামি যে তাহা চাইতে এই ধরণীতে উড়িয়েছি চিঠি;
নীলাম্বরী চাইতে অাসেনি!