নীল খামে মুড়ে একটা লাল চিঠি দেবো তোমায়,
চিঠিটা হবে রক্ত জবার মতো!
জোনাকির আলোয় ঝিলমিল একটা টিপ আঁকবো তার উপরে,
যেন কল্পনার আপন হস্তে বহুবার পরাবো তোমার কপালে।
এ মনের সমস্ত প্রেম দিয়ে অসংখ্য কাব্য লিখবো তার ভিতরে,
যার জগতটা হবে কেবল রোমাঞ্চকর!
যখন পড়বে তখন তোমার চোখ দুটো হারাবে,
এ মনের গহীন কোণে।
যেন আমার প্রণয়ে বিলিয়ে দিয়েছো চিরতরে!
যেমন করে আমার ভালোবাসা গুলো লুকিয়েছে তোমার হৃদয়ে,
অবলীলায় ঝরে পড়েছে তোমার গদোগদো শরীরে।
সেখানে জীবন্ত একটা সবুজ প্রজাপতি ও থাকবে!
যার ছোঁয়ায় খুঁজে পাবে আমায়।
হয়তো দূরে আছি,তবু কাছে
তোমার চন্দ্রিমা মাখা মুখে দেখো কতো নিরবে।
যখন আমার অনুরাগে তোমার মুখের রংটা লাল হয়,
তখন তোমাকে দেখতে বড্ড সাধ জাগে!
হয়তো চোখ গুলো পাখির মতো আসতে চায় উড়ে,
কিছুকাল থেকে যেতে চায় তোমার নীড়ে।