অাজগরের মত গিলে ফেলো অামায়,
এ উতপ্ত শহরের কিনারায়;
ক্ষত বিক্ষতের খন্জর দিয়ে,
এই চাঁপা কষ্টের হৃদয়টাকে ছিন্নবিচ্ছিন্ন করে দেও,
এক পলকে,এক মুহূর্ত কাল সময়ে;
তোমার শান্তি সিক্ত শহরে,
অামার বেদনাগুলো ডাস্টবিনের মত ভরে অাছে!
তোমাকেই তা ফেলতে হবে!
ফেলে দেয় প্রিয়তম অামাকে চিরতরে
এই নিরালয়ে অালোহীন অাঁধারে;
ঘাসের দেশে বিষের নেশা মোর,
তুলি হাতে দাঁড়িয়ে এক চিত্রকর
নিজেকে নিজেই এঁকেছিল সে;
সে ছবি তোমাকে দেখাতে চাইনা!
অামি হেসে-খেলে বিষকন্যাকে
দিয়েছি মোর হৃদয়ে ঠাঁই,
তাকে হারাতে চাই, তারই অাঘাতে!
একটু কম কতরতা নিয়ে নিঃস্ব হতে চাই,
হয়ত তোমার চোখে যে সর্বনাশ দেখেছিলাম!