সেদিন হঠাৎ করে,
তোমার সাথে দেখা হল!
কলমীলতার পুকুর ঘাটে।
অাকাশ মাঝে মেঘের দেশে,
অসমাপ্ত প্রেম লিখছি বসে।
তুমি তখন একলা হাসো!
মুখটি চেপে শব্দ ছেড়ে।
দুষ্ট তুমি অনেক বোকা,
অামি যেন ভাবছি সেটা।
মেঘের দেশে কান্না অাসে,
অঝর ধারায় বৃষ্টি নামে।
অামার মনের উন্মাদনা
এক নিমিষে যায় যে ঘুঁচে।
অাজ বুঝি মোর প্রেমের পাতা,
সমাপ্ত হল তোমার জোরে।
সেদিন ছিল অাকাশ কালো,
জীবন শশী অস্তে হারা।