মা,যখন তুমি বৃদ্ধ হবে,
তখন তোমার জন্য একটা পালকী বানাবো,
যার চারপাশে আমি বেয়ারা হয়ে রবো।
পালকীটা হবে আকাশের মত বড়,
কাঠের উপরে মণিখচিত রবে,
আর ভিতরটা বানবো বসন্ত প্রকৃতি দিয়ে।
মা তোমার অনূভুতি কি হবে?
ভেবেই আমার অবাক লাগে!
পালকীর পাশে কৃত্রিম চাঁদ রবে,
যার জ্যোৎস্না হাসবে তোমার হুরামে,
লক্ষ জোনাকির মেলা বসবে তোমার চরনে।
মা তখন তুমি হাসতে থাকবে,
তোমাকে দু-দন্ড শান্তি দিতে চাই।
যখন ঘুম আসবে তোমার দৃষ্টিতে,
দেখবে তখন!লাল,নীল,প্রজাপতিরা
তোমায় ঘিরে কুরআন পড়ছে।
মা,তুমি যেন স্বর্গের কোলে ঘুমাবে,
তোমার গায়ের সুগন্ধ শ্রাবণে,
হবো উন্মাদ আমি!
সেদিন তুমি আমায় ডাকবে মা?
খোকা তোমার পর হতে পারেনা!
তোমাকে যে আমার শৈশব দিতে এসেছি,
আমার কৈশর,যৌবন মাড়িয়ে।
মা,তোমাকে পৃথিবী দেখাবো আমি,
স্নেহের সাগর ভরা চোখে।