প্রেমের রাজ্যে হাঁটছি বহুকাল ধরে,
প্রিয়সীর চোখে চেয়ে দেখেছি মহাকালের কালো মেঘ,
     একটি পূর্ণ জীবনের তরে,
                             একটি শূন্য প্রাণ বাঁচে।
আমি যেন মহাশূন্যের সব গ্রহ উপগ্রহের উপর দিয়ে হাঁটছি,
এই পৃথিবীকে পেরিয়ে,
                     জীবন - মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে,
          চারিদিকে বিচ্ছেদের ভায়োলিন বাজে।
          আমি যেন একা,এ হৃদয় আজ ফাঁকা,
                 এ শহর যেন বালুময় মরুভূমি।