শত ডানার প্রজাপতি
উড়ছে অাকাশ জুড়ে,
লাল,নীল, হলুদ
নানা রং যে তাদের গাঁয়ে;
এ ফুল হতে ও ফুলতে
যাচ্ছে তারা দলে দলে,
কেউবা অাগে কেউবা পরে!
মাঠ রয়েছে ঢেকে
তাদের ছায়ার তলে,
দৃশ্যে দেখো এক পলকে
যাচ্ছে উড়ে অনেক দূরে,
কখনো তারা মধ্য মাঠে
একটু উপরে, একটু নিচু,
দুলতে দুলতে পড়ছে ধীরে;
দৃশ্যপটে স্বর্গ ভাসে
সন্ধ্যা অাসে নীড়ে;