প্রজন্মের পর প্রজন্ম ছেড়ে,
শান্তির পথ বেঁয়ে এসেছি এ নীড়ে!
রঙিন গগনের কোণে হারিয়েছি দিশা,
ধূসর জীবনের মাঝে চলে গেল নেশা!
মুক্ত তোমার খামে হয়নিকো হারা,
অালোয় অালোয় যেন ধরা ভরা!
লাল ভেসে অাছে নীলে,
দিনের জলে রাতের করুণ ছবি কাঁপে!
তরু দোলে মরু মাঝে,
অানমনে অালাপনে ভাব জাগে নিরালোকে!
ছলনায় ছলছল মহাকাল,
সময়ের অতলে চাপা পড়েছে মানুষের কোলাহল!
চারিদিক শুধু চুপচাপ হাল-চাল,
প্রজন্ম নতুন কিছু খোঁজে দিনরাত!