প্রথম যেদিন প্রেমে পড়ে ছিলাম!
বয়স তখন অল্প অার কি।
প্রেমিকার হরিনী চোখ দেখতে গিয়েছিলাম।
কি লজ্জা ছিল যে!
দুষ্ট দুষ্ট হাসি পায় মনে হলে।
লাজুক লতার লজ্জাবতী পাগলী সে!
মুখের কথা গুলো নিতো কেড়ে!
সে বলতো চুপ কেনো?
কথা বলো শুনি!
অামি বলতাম বসন্ত কবে অাসবে?
অাবাক অামার তারাটা বলতো,
কি লাভ জেনে?
বারে! তোমাকে নিয়ে পালাবো যে!
সেদিন পালানোর মানে বুঝতাম না!
বন্ধুদের কাছে শুনা অার কি!
সে বলতো না বাবা!
অামার যে অনেক ভয়!
দূর পাগলী!অামি অাছি!
তবে বসন্ত এলে হবে!
চলনা অাজ ঘুরে অাসি!
স্কুল প্রাঙ্গন পেরিয়ে,
তোমার চুলের হাওয়াতে উড়ে,
কিছুকাল একাকী নিরালয়ে।
কেউ দেখে যদি?
তবে ভালোই হবে,
সবাই জেনে যাবে!
না বাবা!তবে বাড়ি ছাড়তে হবে!
ভয় কি!
অামার বাড়ি উন্মুক্ত রবে।