তুমি অামার প্রথম প্রেম!
কাউকে নিয়ে লেখা প্রথম কবিতা;
প্রথম দেখেছি চেয়ে তোমার অচেতন মনে জীবনের একরাশ কল্পনা!
শুনেছি বৃষ্টি স্নাত সন্ধ্যার কালে তোমার অাবেগের ঘন ঘন ডাক,"এই শুনছো,অাবার কবে করবে দেখা"?
সেই কলঙ্কিত সময়ে ইচ্ছা হয়েছিলো অমি বাঁধা পড়ি এক্ষুনি তোমার উড়ন্ত চুলে!
যেন এ প্রহর শেষ হয় জীবনের সবদিন পার করে মরণের সন্ধিক্ষণে তুমি অামি দাঁড়িয়ে!
তোমার কমল হাসির নীড়ে দুষ্ট এক মুহূর্তের পাগলামী ছিল মাত্র!
পাগলী!বড্ড বেশী পাগলী ছিলে তুমি!
কিছু রাতের কথা মনে পড়ে অাজো,
অামাদের কোলাহলে এ শহরে ঘুমাতে পারেনি কেহ!
সেই অাশান্ত বালিকার মত ছিলে তুমি!
পথের বালুকণায় সেদিন লেখা হয়েছিল অামাদের ভালোবাসার গল্প!
সেদিন এই পৃথিবীর কেউ তোমাকে চাইনি!চাইনি তুমি অামার পাশে দু-দন্ড থাকো!
তাইতো চলে গেলে দূরে, কিছু ভুলের মাসূল দিতে অাজো অাছি অামি বেঁচে!
যে নামে তোমায় ডেকেছিলাম সে নামে ডাকার মত জোর নেই অার মুখে!
কাউকে জড়িয়ে ধরে সেই শান্তি অার খুঁজিনা!
তুমি চলে যাওয়া অালো................