ত্যাগের মহিমা নিয়ে এসেছে এই কোরবানি,
সবাই আপন হৃদয়কে খুলে দেও এই দেহ ছাড়ি।
ধনীর দুয়ারে এসেছে আজ অনাহারী!
তোমারেই উজাড় করো আবার নতুন করি!
তোমার আত্মীয়-অনাত্মীয় সহোদর সবে মিলেমিশে একসাথে,
চলো ভালোবাসা করি বণ্টন সবে সমো ভাগে।
আজ এই দিনে আকাশ চেয়ে দেখুক তার নীড়ে,
তুমি-আমি সবাই একাকার সব ভেদাভেদ ভূলে।


খোদার আরশ যেন হয় আজ তাকওয়ার পরিপূর্ণতায় রঙিন,
ঈমানের এই পরিক্ষায় উত্তীর্ণ হতে চায় মুমিন।