যখন রাত অাসে হৃদয়ে-অালোর সমাহার ভেঙে,
দেখি চেয়ে নিঝুম অাঁধার পড়ে অাছে অবলীলায় চারিপাশে;
হয়তো জীবনের বেমানান পাট চুকিয়ে-বিবেক পৃথিবীর তীরে সাঁতরায়ে চলেছে;
হয়তোবা মনে পড়ে গেছে-এই অশান্ত সময়ে শিহরণ জাগানো করুন মূর্তি,
জানিনা কোথায় তাহার লুকোচুরি-অাজ অামি হারানো নাবিকের খোঁজে ভীড়াবোনা তরী,
জানিনা এ স্রোত কোথায় কোন সাগরে হারায়-শুধু প্রেমের গভীরতা মাপতে জানেনা হৃদয়;
হয়তো যে গাছের পাতা ঝরে-সে গাছে অাবার নতুন পাতা ধরে,
তবু অাগাছা গুলো অার বুনতে চাইনা হৃদয়ে;