তোমার হৃদয় কোনে সঙ্গপনে
পাখি একটা এলো উড়ে;
উড়ন্ত তুমি ইচ্ছা করে,
হঠাৎ হারালে দূর দেশেতে!
অাকাশ মাঝে বাতাস হয়ে,
উড়ছি অামি অনেক জোরে।
মিষ্টি  মুখের ওষ্ঠদ্বারে
প্রজাপতি বসলো এসে,
তোমায় পেলাম মেঘের কোলে।
দিন ফুরিয়ে রাত্রি যখন,
দেখছি চোখে জোনাক তখন!
তোমার চুলের লতায় পাতায়
লুটাপুটি অসংখ্য প্লাবন।
অশান্ত অামি:অাবেগ ভরা
দৃষ্টি তুমি ;পাতাগুলো
অস্ত গেল;তুমি পড়লে
অামার কাঁধে:তারা ভরা এই অালোতে,
অামরা দুজন গেলাম মিশে।