প্রেমিকার রূপ ভাষায় বর্ণনা করা যায়না!
সবার থেকে উপরে অারো গভীরে অাছে সে;
যার চোখের কোণে রূপের কুয়াশা লেগেছে,
সে কি হিসাব করতে জানে?
হৃদয় হারায় নীল খামে অসংখ্য মেঘালয়ের ভীড়ে,
সবার অাকাশে জ্যোৎস্না দেখেছি,
             হয়তো সন্ধ্যা লেগেছে পাঁড়ে!
মনোহারিণী,অামার গহীনে লুকিয়েছো কি?
রূপের হাতছানি যাদু টাদু জানো কি?
সময় থেমে গেছে মনের কোমল কোলাহলে,
জানিনা উত্তেজনার চাপে প্রথম বলে দিলে কবে?
তারপর"ভালোবাসি" কম-বেশি অনেক শুনেছি,
বনলতা সে লিখেছিলো যে
          প্রেমের অাকাশ জুড়ে একান্ত নিরবে;
সে নিরব ছবি ভুবন ঘুরিয়া দেখেছি অামি!
রূপের সাগর মিশেছে প্রেমের মরু-প্রান্তরে;