আামার শালিক ঘুমিয়ে গেছে,
         ঝরে গেছে তার প্রাণ।
এই প্রকৃতির পরে আর গাইবে না সে গান।
উড়বে না আর দূর আকাশে,
সবুজ শ্যামল শস্য ফুলে।
কৃষ্ণচূড়ায় ডালে ডালে,
খেলবে না আর বসন্ত এলে।
বাহারী নৃত্যে মন উজাড়, হবে না আর
ভাসবে না আর চোখের পানে,
তাহার উড়ে যাওয়ার দৃশ্য খানি।
ডুমুরের তলায় বয়ে যায়
শুকনো ঠোঁটের শূন্য বাঁশি ।
শিমুল ফুলের মতো নরম  দেহ,
মিশে গেছে সবুজ ঘাসে।                
হৃদয়  গলা নদীর মতো
পালক গুলি পড়ছে খসে।
ভুবন আজ ভরে গেছে
বেদনা ভরা স্মৃতির জলে।