একবার তাকান ভাই, সিলেটের মাঝে
যেখানে আজ বেদনার ভায়োলিন বাঁজে।
অনাহারী মানুষের চিৎকারে, ঘুম ভাঙে রোজ  রাতে।
হৃদয়ের ঘরে রাখিতে পারি না পাথর,
আমি বার বার হই সিলেটের শোকে কাতর।।।
আজ বিলিয়ে দিতে নিজেকে,পারি না বাঁধিতে গৃহে।
আমার এ দেহে যে স্বদেশের রক্ত বহে।
বলতে ইচ্ছে করে চিৎকার করে,
এভাবে আর কতো কাল,
আর কতো আহাজারি, দেখবে দুনিয়া,
দু দিনের বন্যায় ভেসে গেছে দেশটা,।
ভসে গেছে ঘর বাড়ি,লেগে গেছে মহামারী।
পশুপাখি কোথা জানি চলে গেছে দেহ ছাড়ি,
মানুষ আজ অনাহারী,ভিটা মাটি গেল ছাড়ি।
শিশুদের ক্ষুধা পেট,চোখ জল জননীর।
লাখো লাখো পরিবার পড়ে গেছে বিপদে,
সাহায্য করিতে চলে গেছে অনেকে।
তবু যারা বসে আছো বোবা আর হাবা হয়ে,
তাদের ধমনীতে এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট পশুর রক্ত বহে!
তবু ভাই আমি বলিতে চাই,
নৌওজোয়ানের দলেরা আছে তোমাদের পাশে।
ভয় করিবার নেই তো সময়!
যতো দুর্গম হোক এই প্রান্তর,
পৌছাবো ঠিকই, তোমাদের দুয়ারে,
সেদিন স্বাগত জানিও আমাকে।