দেখো এই বাংলার শ্রমিক ভাইদের,
পথের ধূলিতে উদয় হয় যাদের কাজ।
যখন অন্ধকার নীড়-ঘুমন্ত তোমার কাল,
ঘুমন্ত পৃথিবীর কোলাহল!
সেই নিস্তব্ধ
সময়ে,সে কর্মের কারখানায় বন্ধী।
ঘুম ঘুম চোখ-ক্লান্তির ঈশানকোণে
ক্ষুদার্ত পাখি এক, মুক্তির নেশায় অবিচল।
তাদের শিশুদের চোখে অপেক্ষার জল!
ভয়ের দ্বীপ,চিন্তার মস্ত ভাটা পড়া খাল।
জীবনের জয়গান তারাই গাহিলোনা!
বসন্ত দেখিবার সময় কাড়িয়াছে কে?
তাদের নিয়তির নক্ষত্রের দেখা নেই আকাশে।
আমি তাহার মাঝে অভিমানী মন খুঁজে পাই!
যে নিতান্ত নিরহংকারী!
যার নিরব ঠোঁটের চিৎকারে ঘুমিয়ে আছে ধনীর দুলালী।
আমি তাহাদের মাঝে প্রতিবাদী জনতা হব,
হে শ্রমিক ভাইয়েরা তোমাদের চলার পথ হবে,
                        সজীব কিশালয়ের মত।
যেখানে ঘুমায় পৃথিবী নিঃশব্দে,
                    সেখানে তুমি রবে মহানন্দে।