তুমি যদি সিনড্রেলা হতে,
কালো কেশের কিনারায় সোনালী চুল;
মেঘের মাঝে সাদা মুখশ্রী,
নক্ষত্রের নীড়ে নিরাময় অাঁখি;
বর্ণনার রামধনুতে রণ্জিতো তুমি,
পুতুলের মত অঙ্কিত দৃষ্টি ;
চাঁদের মুগ্ধ কলঙ্ক হেরিয়া,
রুপকথা দেখিতে সন্ধার সাগরে;
জ্যোৎস্নার মিলনে মিলিত যারা,
তোমার দেশে বনবাসে তারা;
রাতের প্রহরী হত উন্মাদিনী,
তোমারে ঘিরায়া তৃষার নিশা;
তখনই অাসিত ঝড়,
অস্থির বাতাসে বহমান অামি;
তারপর অামার সিনড্রেলা হতে তুমি,
বাঙালীর রাজ্যে অনন্য রুপসী;
হাসির লাল সেই ঠোঁট,
যার বাঁকে বাঁকে সুভাষিণী তুমি ;