শৈশব হল সে!
যার অনুভব এখনো জাগে।
অামি তাকে অাড়াল করতে পারিনা,
ফিরতে ইচ্ছা করে।
বন্ধুদের সেই চঞ্চলতা,
তাদের কাছে অাসার নেশা,
যেন মৃদু বসন্তের শিহরণ।
তবে সে বসন্ত ছিল অন্যরকম,
অামি অার দেখতে পাইনা!
জানি শৈশবে ফেরা যায় না,
তাই অাশাও করিনা।
তবে শহর ছাড়বো!
গ্রামের উদ্দীপনা নিয়ে,
যার মৃত্তিকায় অামার শৈশব।
অামি তার অনুভূতি শুকতে চাই,
হয়ত স্নেহের কাউকে দিয়ে।