সখি, তোমার জন্য হয়েছি আজ প্রেমের কবি।
হাজার কবিতা লিখেছি, যার প্রতিটা পাতায় যেন তোমারই ছবি।
সখি, তুমি কবে আসবে? কবে পড়বে?
কবে ঝরবে তোমার নয়ন থেকে আমারও কান্না?
সখি আজো তুমি আছো এই হৃদয়ে,
যে হৃদয় সখি বিনা নাহি কিছু বোঝে!
সখি তোমার হাসি, সেই কবে দেখেছি!
আজো হৃদয় হাসে, সেই হাসির ছোঁয়াতে।
সখি তুমি কবে আসবে?
কবে বলবে, চলনা চলে যাই স্বপ্নমাখা কোন স্বপ্নের দেশে।
যেখানে থাকবো শুধু তুমি আর আমি!
সকালে ভোরের শিশির আর দোয়েলের গান,
রাত যাবে কেটে পূর্ণিমা চাঁদ দেখে দেখে।
বল তুমি কবে আসবে?
সখি আজো সেই আশাতেই বসে আছি!