ছনু, মনু দুই ভাই,
খালি করে খাই খাই;
ভালো কিছু নাই নাই,
থেকে থেকে শোনে
শকুন হৃদয়ের হাঁক।
এভাবে দিনে দিনে,
অভাব বেড়ে চলে।
সেদিন ছিলো সুদিন-
পথের মধ্যে হাড়ি,
টাকা পেলো কড়ি,কড়ি।
ভাগে বাধে ঝামেলা,
মনু চায় সবই খেতে,
ছনু মরে অনহারে।
ডাকতের দল এসে
টাকা গুলো নেয় কাড়ি।
ছনু দেয় আড়ি,
মনু যায় বাড়ি;
কে রাধে কে খায়!
মা-বিবি কেউ নাই।
দোকানের দু পাশে
অনাহারী, ভিখারি
ছনু,মনু দুজনই।
অসৎ এর অনলে
দিবারাত্রি পুড়ে মরে,
মদ খেয়ে মাতলামি
রাতের বেলাতে চুরি।
মিনু আর হনু
এরা দুটি নারী,
ঘরে ঘরে ফেরী করে,
চুরি আছে ফিতা আছে
দুল দুটি বাহারী।
হঠাৎ হলো দেখা,
দুটি নীড়ে দুটি জোড়া
বয়ে চলে হাওয়া।
প্রেমে পড়ে মন ঘোরে,
লাগে তারা কর্মে!
অবশেষে বিয়ে হয়,
ছনু,মনু সুখে রয়।