তুমি যদি স্বপ্নের লেখিকা হতে,অামি হতাম স্বপ্নের লেখক।
অামি লিখতাম,অন্ধকারে ঘেরা ঝাপসা হৃদয়ে  তোমার বেড়ে ওঠার গল্প।
তুমি লিখতে,ভালোবাসার গহীনে হারিয়ে যাওয়া এক চাতকের আলাপন।
                         যে চাতক হতাম অামি!
তুমি পড়তে অামার লেখা,
                    অার অামি পড়তাম তোমার লেখা।
এই ধূসর জগতে মূল্যহীন কোন কাব্যের কবি হতাম না হয়তো।
হয়তো দুজন-দুজনার চাওয়াতে হারাতাম অবলীলায় -অবিরাম।
         পৃথিবীর মাঝে মোরা হতাম অনন্য।
হয়তোবা রোমান্টিক হতে তুমি,
           তোমার দৃষ্টির অন্তরালে যখন থাকতো গুচ্ছ কবিতা।
তোমার সেতু বহমান হতো অামার নদীর উপরে,
     তোমার জল স্নানে সিক্ত হতো এ দেহ।
অামার অতলে তুমি হতে উন্মাদিনী হে নারী।
            অামি তোমার হতাম!