যখন রাগ হতাম!
তখনই টেলিফোন অাসত।
তাই ধরতাম না!
পরে অবশ্য অামিই দিতাম।
রাগ অার টেলিফোন  দুটোই যন্ত্রণাদাতা।
তবে যখন তোমার কল অাসত!
তখন টেলিফোন একটু দেরীতে উঠিয়ে,
তোমায় কিছুকাল অপেক্ষা দিতাম।
ফোন তুলতেই বলতে,
"খুব ব্যাস্ত অাপনি?
তখন অামি একটু রেগে,
কাজের সময় পাজলামি!!!
অামার কথার প্রতিবাদে,
তোমার হাসি অাসতো ছুটে
শব্দযোগে অামার কানে।
অবাক অামি!! চুপচাপ শুনি।
তোমার অন্ধ ইচ্ছা তখন!
প্রমের ঘ্রাণে উঠত জেগে।
অামি সে সুভাশে অাবার হারাই!
তোমার  চৌকশ চোখেচোখে।
দুপুর পার হত!!!!!!!
তবু কথার টেলিফিল্ম চলত!!!"
বিকালের শেষপ্রান্তে সন্ধার কালে,
লক্ষ অনুরোধে টেলিফোন কেটে!!
লাল গোলাপ দিতাম দু-হস্তে।
রাতের অাঁধারে পূর্ণিমা এলে,
অামার হৃদয়ে লুকাতাম তারে।
সেই টেলিফোন অাজ পড়ে অাছে!!
অামার বসার টেবিলটার পাশে।