তোমাকে আমার মনে পড়েছিলো এই নিঃসঙ্গ জীবনের শেষে,
অন্ধকার ঘেরা এই দিবালকের নীড়ে,গণমানুষের ভীড়ে।
কোনো এক শীতল সন্ধ্যার তীরে তুমি ছিলে,
নদীর জলে ঢেউয়ের উচু নিচু কলকলে, তুমি বয়ে গেলে,
হাজার বছর ধরে চেয়ে আছি আকাশের অসীম নীলে!
মাঝে মধ্যে গল্পের তরে তুমি এসেছিলে,
ঝাপসা চোখে দেখেছিলাম তোমায়!
তুমি বলেছিলে,আমাকে ভালোবেসো না!নিঃস্ব হয়ে যাবে!
আমিতো নিঃস্ব হতে এসেছি এ জগতে!
যে তোমার ভালোবাসা কুড়িয়েছে ,
হয়তো দিনের শেষে সে ভিখারি,অর্থহীন,  তবু জয়ী!
তোমাকে হারিয়েছি,কেটেছে বহুবছর,
বহুজনের সহিত নিজেকে জড়িয়েছি!
কিন্তু ভালোবাসা আর খুঁজা হয়নি!
কারন তোমাকে ভুলতে পারিনি!
আজ দিনের শেষ হয়েছে, রাতেরও ছুটি হয়েছে!
বড় ক্লান্ত এ দু- নয়ন!
যেখানে সব ভালোবাসা শেষ,সেখানেই বিরহের গভীরতা!
হায়!এতো ব্যথা ভরা যার হৃদয়,সে কি করে বাঁচিয়া রয়?
ধূসর জগত ত্যাগ করিয়া নির্বাসনের কালে,
বার বার মনে পড়েছিলো তোমাকে!!