ধরো তোমার মন খারাপ,
অামার উপর ভীষণ রাগ;
তখন যদি অামি বলি,
তুমি একটা উন্মাদিনী!
তোমার কি অারো রাগ হবে?
তুমি কি কাঁদবে?
ধরো তুমি কাঁদছো!
তোমার চোখের জল দেখে যদি বলি,
অামি পিপাসা গ্রস্থ প্রিয়তম,
তোমার জলের অপেক্ষায় এখনো জীবিত।
তোমার কি অারো রাগ হবে?
তুমি কি রেগে-মেঘে বলবে,
তোমার কাছে অার অাসবোনা!
চলে যাবো দূরে।
ধরো সে কথাই বললে,
তখন যদি অামি বলি,
তুমি বুঝি সন্নাসী হবে!
অাগে বলবে তো!
ব্যাগটা কি গুছিয়ে দেবো?
তখন কি তোমার অারো রাগ হবে?
তুমি কি তাড়াহুড়া করে,
ব্যাগটা গুছিয়ে নিয়ে বলবে,
ভালোথেকো-গুডবাই।
ধরো তুমি বলে দিলে সেটা,
তখন যদি অামি বলি,
এ বেলা যেওনা!
খিদে পেয়েছে,কিছু তো করো!
অামি যে রান্না জানিনা!
তখন কি তোমার অারো রাগ হবে?
তুমি কি চিৎকার করে বলবে,
না,এখনি যাবো!
তুমি সরো সামনে থেকে।
ধরো তুমি চিৎকার করে বললে,
অার তখন যদি অামি,
তোমার হাত ধরে বলি,"ভালোবাসি"
অামায় ছেড়ে পালিওনা!
তখন কি তোমার অারো রাগ হবে?
নাকি জড়িয়ে ধরে বলবে,"ভালোবাসি"।
***********************



কবিতাটি অনুপ্রাণিত হয়ে লেখা, কেউ দয়াকরে কপি ভাববেনা।