মোর পরাণে তোমারই প্রেম আজি জাগিছে প্রিয়,
        ফিরাইওনা মোরে, যদি নাহি লাগে ভালো।
দেখিতে দিও আমারে, আমি এক সাগর ভালোবাসা দিয়ে বেঁধেছি তোমারে।
হৃদয়ের চিত্রশিল্পী দিয়ে একেঁছি তোমার মুখের ছবি,
রামধনুর মতো বৃষ্টি ভেজা আকাশে জেগেছো তুমি।
লুকিয়ে রেখেছি তোমার  বেলি ফুলের মতো সুন্দর হাসি,
যেন তুষারের মতো ঝরে পড়ে দিবানিশি  আমার শিহরণ জাগা শহরে।
      আমি খুঁজে পাই  এই পৃথিবীর  সবটুকু প্রশান্তি।
এই শ্রাবণের মেঘের ভিতরে অনন্ত প্রেমের বসন্ত জেগেছে মনে।
       দুয়ারে এসে দাঁড়িয়েছে হাজার বছরের আনন্দ।
যদি ফিরায়ে দেও, এই কুয়াশায় ভেজা ভোরে,
          আমি হারিয়ে যাবো বিরহের নীল অন্ধকারে।