তুমি কেমন আছো?
                তোমার কাছে আমার কেবল এক প্রশ্ন,
          যেটা জানার জন্য  তোলপাড় করছে হৃদয়!!
তোমার যেই একগাল হাসির সঙ্গে মিশেছি আমি,
                সেই হাসি ও যে বহুকাল হয় দেখি না,
ভীষণ ইচ্ছে করে অন্তত একবার তোমার হাসি মুখ টা দেখার।
কিন্তু চাইলে ও আর আমি তা দেখতে পাবো না!!
যেন  নির্দয় নিয়তি জীবনের কাঙ্খিত মুহূর্ত গুলো কৌশলে কেড়ে নিয়েছে !!
        বাস্তবিক জীবন যেখানে কল্পিত অতিত,
তবুও চোখের পাতায় বারংবার  মনে পড়ে যায় তোমাকে দেখার দৃশ্য গুলো,
             কল্পনার আকাশে  আজ সে বহমান বিরহ!
             আগের মতো আজো আমি উন্মাদ তোমার উচ্ছ্বাসের শব্দে,
নিয়ন আলোর রাস্তায় আজো ভাসে অতিতের নির্ঘুম কিছু রাতের ঝলসানো স্মৃতি ,
যার অন্তিমে, শেষ একবার পেতে ইচ্ছে করে,  তোমার নিভৃতে পড়ে যাওয়া শ্বাসের উষ্ণ হাওয়া,
                 যেন সেখানেই থেমেছে আমার হৃদয়ের কান্না,
         যেন সেখানেই জমেছে এক সাগর ভালোবাসা।
যার গভীরতা মাপার জন্য  কোন লোক তৈরি করতে পারেনি  কোন মাপকাঠি!  
                  যার  অতলে পৌঁছাতে পারেনি কেউ!
                         কেবলমাত্র তুমি পৌঁছে ছিলে!
সে ই কবে,কোন শ্রাবণে,
তারপর জীবনের এক পক্ষ বসন্ত পার হলো,
   তবু তোমার স্থানে কেউ পৌঁছাতে পারেনি এখনো!
তুমি যেন রক্তিম লাল সূর্য , যার ছোঁয়া না পেলে অন্ধকার আমার এ দেহ।
কে শুনতে চায় বলো, আমার আকাশ সমান বিরহের গল্প?
                 কালো ঘন মেঘ  যার একমাত্র প্রমাণ।
সবার মতো তুমি ও শুনবেনা বলে, চলে গেছ অন্ধকারে।
কেউ কি কখনো আটকাতে পারে,শতো হৃদয়ের খোঁজে ছুটে চলা মন টাকে?
                         যেমন আটকাতে পারিনি আমি!
            সুতো ছেঁড়া ঘুড়ির মতো চলে গেছ দূরে,
   আমি এই পৃথিবীর বুকে  তন্নতন্ন করে খুঁজছি তোমায়,
                     কে হায়,ভালোবাসা হারাতে চায়!!
নদীর কাছে জানতে চেয়েছি,কোন সাগরে মিশেছো তুমি?
এই পৃথিবীর কোন নদী তোমার সন্ধান বলতে পারে নি,
যেমন পারেনি পাহাড়,সমুদ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র!
হয়তো তুমি অদৃশ্য এক বসন্ত,
যার সন্ধান  এই পৃথিবীর কোন লোক আমাকে দিতে পারবে না।