যখন রাত অাসত!
তোমার সৌন্দর্য অাকাশে জাগতো।
তোমার পরিচয় পর্ব,
তুমি তারার মাঝে ধ্রুব।
তুমি ছিলে হরিণী,বনলতা,
অামার গহীন অরণ্যে।
সেদিন মেঘ নিতাম!
তোমার একটা অাল্পনা অাঁকতে।
বলতাম তুমি তো অনন্যা,
জানি, সেটাও মানতে না!
কত কবিতা জাগতো!
তোমার ঠোঁট দুটো লাল হত!
কিছুদূর না চাইতে হাঁটতাম,
তুমি চাইতে তাই গান ও গাইতাম।
জানি সে সুর,
তোমায় বসন্ত দিতোনা!
তাইতো হাসতে!
হয়ত সে হাসি,বলত ভালবাসি!
যেন না বুঝেও,
বুঝতে চাইতাম অামি!!!